ওরা ভুলে গেছে তোমার গান
সভ্যতার শেষ প্রান্তে দাঁড়িয়ে
এখনও আলিঙ্গন করা হয় আদিমতাকে
শুভ্র সফেদ চাঁদোয়ার নিচে
এখনও মানুষ বর্ণবাদের বিষ করে পান।
কবি ওরা ভুলে গেছে তোমার গান-
‘মানুষের চেয়ে কিছু নাই
নহে কিছু মহীয়ান,
গাহি সাম্যের গান।’
কুটিল চক্রের নগ্ন নখরে
এখনও অকালে ঝরে যায় কত নারীর প্রাণ,
নারীর সম্ভ্রম পদ দলে ওরা বাড়াতে চায়
নিজেদের মান।
কবি ওরা ভুলে গেছে তোমার সে গান-
‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর
অর্ধেক তার করিয়াছে নারী অধেক তার নর।’
কত দেশ কত জাতি দাঁড়িয়েছে আজ শির উঁচু করে
আমরা তো এখনও রয়েছি সেই আঁধার তিমিরে
জন্ম থেকে কাণ্ডারীরা বেয়েছে তরী ভুল পথ ধরি
এখনও পারেনি করতে তারা শত্র“-মিত্রে ব্যবধান
কবি ওরা ভুলে গেছে তোমার সে গান-
‘কাণ্ডারী হুশিয়ার
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশিতে যাত্রীরা হুশিয়ার’
মানবতা আজ হয়ে গেছে কালো কফিনের লাশ
ধুমকেতু সাইক্লোন উল্কার বেগে ছুটে আসে না কেউ আজ,
বজ্রবাণী কণ্ঠে আনি কেউ পরে না তাজ
তোমার মতো ভুবন কাঁপিয়ে কেউ বলে না-
‘মহাবিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভুমে রণিবে না।’