বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে সাবেক এমপি মিলনের শুভেচ্ছা
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার (৩১ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি নবগঠিত কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন—বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের এক অনিবার্য অংশ। তথ্য-প্রযুক্তিনির্ভর এই সাংবাদিকতা পেশাগত মান, গতিশীলতা এবং সময়ের দাবি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেট বিভাগের মাল্টিমিডিয়া সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।