দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম দুই ঘণ্টাতেই ভোটদান করেছেন দেশটির ২৫ লাখেরও বেশি নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টায় দেশের ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের তথ্য মতে, এবারে ভোট দিচ্ছেন প্রায় ৪ কোটি ৪৩ লাখ মানুষ। এবারের ভোটে সাতজন প্রার্থী লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই রাজনৈতিক দলের মধ্যে।
ডিপিকে’র লি জে মিয়ং এবং পিপিপি’র কিম মুন সু’র মাঝে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। এর আগে গেল বছর, সামরিক আইন জারির জেরে অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পরবর্তী কয়েকমাস রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় দক্ষিণ এশিয়ার দেশটিকে।