ইকবাল ফেরদৌসকে বড়লেখা প্রেসক্লাবের সম্মাননা
মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান যমুনা টেলিভিশনের ইউএস ষ্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট, ন্যাশনাল প্রেসক্লাব ওয়াশিংটনের সদস্য এবং বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব।
বুধবার (১১ জুন) রাতে শহরের একটি অভিজাত রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্যে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌস বলেন, সাংবাদিকতায় ভাল কিছু করতে হলে প্রচুর পড়াশুনার কোনো বিকল্প নেই। ইনফরমেশন টেকনলোজিতে দক্ষতা অর্জন করতে হবে। যে সাংবাদিক নিজেকে সবর্দা সাংবাদিকতার ছাত্র মনে করেন তিনিই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেন।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বাংলা সংবাদ পত্রিকার উপ-সম্পাদক আবুল কাসেম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, হাসান শামীম, দপ্তর সম্পাদক এজে লাভলু, সাংবাদিক তপন কুমার দাস, আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, ফয়সল মাহমুদ, হানিফ পারভেজ, আবু তাহের, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ইকবাল হোসাইন ফেরদৌসের সাংবাদিকতা জীবনের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন এবং বড়লেখার সুনাম বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান।