ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ডের ৫ সদস্য নিহত
ইরানের পশ্চিমাঞ্চলীয় খোরামাবাদে ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ৫ সদস্য নিহত হয়েছেন।এমনটা দাবি করেছে ইসরাইল।
শনিবার (২১ জুন) ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, পশ্চিম ইরানের খোররামাবাদ শহরকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লোরেস্তান প্রদেশের রাজধানী খোররামাবাদে এই প্রথম ইসরায়েল হামলা চালালো।
এছাড়াও,ইরানি গণমাধ্যম শনিবার সকালে জানায়, মধ্য ইরানের কোমে ইসরায়েলি হামলায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা করলে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।
এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে ইসরায়েলি হামলায় ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
আরেকদিকে, ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখার একজন সিনিয়র কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরানের কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে ইজাদিকে হত্যা করা হয়েছে। তবে আল জাজিরা বলছে, ‘এই একই হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি, সাঈদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় মারা গেছেন কি না।’
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানান, সাঈদ ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগেই তাদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছিলেন। তার মতে, এই হত্যাকাণ্ড ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর বড় সাফল্য।
তিনি আরও বলেন, ‘নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরাইলের লম্বা হাত তার শত্রুদের যেকোনো জায়গায় পৌঁছাতে সক্ষম।’
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, কুম শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক কিশোর নিহত এবং আরও দুজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পেছনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।