মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দিনব্যাপী প্রশিক্ষণ ১২ জুলাই
সিলেটে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস)-এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার। আগামী শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ ইমজা নিউজের হলরুমে (ব্লু-ওয়াটার শপিং সিটির ৯ম তলা, লিফট-৮) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া এবং টেলিভিশন সাংবাদিকতা নিয়ে আয়োজিত এই কর্মশালাটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট নবীন ও অভিজ্ঞদের জন্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রদান করা হবে সনদপত্র।
এই প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো—এই আয়োজনে সংগৃহীত সমগ্র রেজিস্ট্রেশন ফি প্রদান করা হবে জাতীয় দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি মামুন হাসানের চিকিৎসা সহায়তায়।
প্রশিক্ষণের মূল বিষয়সমূহ:
মাল্টিমিডিয়া সাংবাদিকতার সংজ্ঞা, প্রয়োজনীয়তা ও নৈতিকতা
স্ক্রিপ্ট রাইটিং কৌশল এবং স্পট ও জেনারেল নিউজ কাভারেজ
ফটো ও ভিডিও জার্নালিজমে স্টোরিটেলিং ও সেনসিটিভ নিউজ কভারেজ
সংবাদচিত্রে আলো, ফ্রেম ও কম্পোজিশনের ব্যবহার
ভিডিও সাংবাদিকতায় বেসিক শট ও সাক্ষাৎকার গ্রহণ কৌশল
টেলিভিশন সাংবাদিকতা: রিপোর্ট তৈরির প্রক্রিয়া
এই প্রশিক্ষণে শুধু সাংবাদিকই নয়, আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
০১৭১৬-২৪৩৫০৮, ০১৭১২-৭৬৯০৫০, ০১৯৫৪-৫৯০২৪৩
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে যেমন এই প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, তেমনি মানবিক সহায়তার মাধ্যমে অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবে।