টাংগুয়ার হাওরে নারী পর্যটকের হাতে মদের বোতল, সর্বমহলে ক্ষোভ
মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওর। এই হাওর নিয়ে হাওর পাড়ের মানুষ, সচেতন মহল ও পরিবেশবিদদের নানান অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে নতুন করে টাংগুয়ার হাওরে এসে নৌকায় চড়ে এক নারী পর্যটকের হাতে মাদক নিয়ে ভিডিও রিলস ও আবেদন ময়ী কিছু ছবি ফেইসবুক ভাইরাল হওয়ার পর নানান বির্তকের জন্ম দিয়েছে।
এ অবস্থায় হাওড় কেন্দ্রিক পর্যটন শিল্পের সাথে জড়িত হাউজবোট মালিক ও কর্মচারীদের তেমন কোন পদক্ষেপ গ্রহণ করে নি,করেনি প্রশাসন তাই সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে Sundori Rumi ( সুন্দরী রুমি) নামের এক পর্যটক টাংগুয়ার হাওর এসে নৌকায় বসে মাদক হাতে রিলস সহ শহীদ সিরাজ লেকসহ বিভিন্ন পর্যটন স্পষ্টে এসেছিলেন আর এসে সেখানে কিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্ব মহলে ব্যাপক বিদ্রুপ আলোচনার চলছে। কারন রিলস ও ছবি গুলো হাওর পাড়ে বাসিন্দাদের মধ্যে সামাজিক অবক্ষয় বাড়িয়ে দিবে,একেই সাথে পর্যটন নীতিমালার বাহিরে।
খোঁজ নিয়ে জানা গেছে,Sundori Rumi(সুন্দরী রুমি) মূলত একজন টিকটকার,দর্শকদের জন্য যৌন আবেদনময়ী রগরগে ভিডিও তৈরি করে ভিউ বাড়িয়ে পয়সা কামানোই তার মূল পেশা। তার Sundori Rumi নামের ফেইসবুক পেইজ জুড়ে টাংগুয়ার হাওরে ধারণকৃত ভিডিওর চেয়ে কয়েকগুণ নোংরামির ভিডিও ক্লিক পাওয়া যায়। এসব নোংরামী ছবি ভিডিও ভাইরাল হয়েছে। আর টাংগুয়ার হাওরে এসে মাদক হাতে রিলস ছবি সহ বিভিন্ন স্পষ্টে আবেদন ময়ী ছবি বিতর্কের সৃষ্টি করেছে সুনামগঞ্জ জেলার সচেতন মহলে।
এই নারী কোন হাউজবোড কবে এসে এসব করেছে তাও জানেন না বলে জানিয়েছেন হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন। তিনি জানান,ভিডিওতে দেখা নারীর পরিচয় ও কোন হাউসবোটে তিনি এসেছিলেন তা নিশ্চিত হবার চেষ্টা করছি।
হাওর পাড়ে বাসিন্দা সাব্বির মিয়া জানান, টাংগুয়ার হাওরে অনেক কিছুই হচ্ছে যা হাউজবোট মালিকগন ইচ্ছে করেই প্রকাশ করছে না। নিয়মিতই অনেক অনিয়মের ঘটনা ঘটেছে। ফেইসবুকে না আসলে হয়তো রুমির ঘটনাটিও লোকচক্ষুর আড়ালেই থাকত। হাওর পাড়ে সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব অপকর্মের বিষয়ে আরো সজাগ দৃষ্টি রাখা উচিত। সেই সাথে এই নারীকে আইনের আওতায় আনা উচিত।
সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ জানান, অনিয়ন্ত্রিত টাংগুয়ার হাওর। ফলে হাওর পাড়ের সংস্কৃতি,জীববৈচিত্র্য ও কৃষি চরম হুমকির মুখে, কিন্তু প্রশাসন কঠোরভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। হাওরের পরিবেশ রক্ষায় আমাদের পক্ষ থেকে বার বার বলা হলেও কোনো কাজ হচ্ছে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,ঘটনাটি আমার নজরে আসার পর হাউজবোড মালিকসহ সংশ্লিষ্ট সকলেই সর্তক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হবে।