হোয়াইট হাউসের দেয়াল পেরিয়ে ‘উড়ে এল ফোন’, লকডাউন
হোয়াইট হাউসের সামনের গেটের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হঠাৎ করে ছুঁড়ে ফেলা হয় একটি মোবাইল ফোন। মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের সামনের লনটি কিছুক্ষণের জন্য লকডাউন করে দেয়।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেয়ালের উপর দিয়ে একটি অজ্ঞাত বস্তু (মোবাইল ফোন) উত্তর লনে ছুঁড়ে মারা হয়। এর প্রতিক্রিয়ায়, সিক্রেট সার্ভিস দ্রুত হোয়াইট হাউস এবং পার্ক সংলগ্ন এলাকা লকডাউন করে দেয়। এছাড়া, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ বন্ধ করে দেয়।
অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ফোনটি হোয়াইট হাউসে ছুড়েছিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ। ওই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় হোয়াইট হাউসে। নিরাপত্তা মূলক ব্যবস্থা হিসেবে কিছুক্ষণের জন্য লকডাউন জারি করা হয় সেখানে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
দুপুরের দিকে হোয়াইট হাউসের প্রেস পুলের সদস্যরা শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে। তবে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সাংবাদিকদের জেমস এস ব্র্যাডি ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। এর পরেই সাময়িক ভাবে জারি করা হয় লকডাউন। এমনকী, যান চলাচলও বন্ধ করে দেওয়া হয় পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে। এ ছাড়াও হোয়াইট হাউসের নর্থ লনে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। স্থানীয় সময় সকাল ১১:৫৬ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। সাংবাদিকদের নর্থ লনে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। দুপুরের মধ্যে সংবাদকর্মীরা হোয়াইট হাউসের পাম রুমে পুনরায় জড়ো হন। প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজও হয়। এর পরে ধীরে ধীরে ছন্দে ফিরে আসে হোয়াইট হাউস। এই ঘটনায় এখন পর্যন্ত হোয়াইট হাউসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।