সিলেটে হোটেলে ডিবি পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার
সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটায় হোটেল আল তাকদীর-এ অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হোটেল ম্যানেজার আব্বাস আলী (৪৮), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯) ও নাজমুন নাহার (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।