গাজা যুদ্ধ দুই-তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, গাজা যুদ্ধ আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে। তিনি বলেছেন, প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে একটি গুরুতর কূটনৈতিক চাপ চলছে।
স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই একটি স্পষ্ট ও চূড়ান্ত সমাধান আসবে।’
তবে ট্রাম্প কীসের ভিত্তিতে এ পূর্বাভাস দিলেন তা পরিষ্কার নয়, কারণ ইসরায়েল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে- তারা গত সপ্তাহে হামাস যে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছিল তাতে তারা আগ্রহী নয়। বরং ইসরায়েলি সরকার গাজা সিটি দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা সম্পূর্ণ করতে অন্তত কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভেতরে হোক বা আন্তর্জাতিক অঙ্গনে- ট্রাম্প প্রায়ই বড় কোনো ঘটনা ঘটার সময়সীমা হিসেবে “দুই সপ্তাহ” উল্লেখ করে আসছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের পারমাণবিক আলোচনা কিংবা শুল্ক নিয়ে সমঝোতা- সব ক্ষেত্রেই তিনি একই পূর্বাভাস দিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা বাস্তবে মেলেনি। চলতি বছরের শুরুর দিকেও তিনি বারবার বলেছিলেন, অচিরেই জিম্মিদের মুক্তির একটি চুক্তি হবে, কিন্তু সেটিও কার্যকর হয়নি।
গাজা যুদ্ধ নিয়ে সোমবারের পূর্বাভাসে ট্রাম্প কিছুটা সতর্ক ভঙ্গি নেন। তিনি বলেন, ‘এটা বলা কঠিন, কারণ তারা হাজার হাজার বছর ধরে লড়াই করছে। তবে আমি মনে করি আমরা ভালো কাজ করছি। যুদ্ধের শেষ অবশ্যই হতে হবে, কিন্তু মানুষ যেন ৭ অক্টোবরকে ভুলে না যায়।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন, যা থেকেই বর্তমান যুদ্ধের সূত্রপাত।