তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণে জাকেরিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন লিফটে বিতরণ করেছেন।
তিনি শনিবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের মুতুরকান্দী বাজার সহ বিভিন্ন বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময় জয়নুল জাকেরিন বলেন,সবাইকে ঐক্য বদ্ধ থেকে আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
দেশের জনগন নির্বাচন চায়,আর সেই নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বিপুল ভোটে নির্বাচিত করতে চায়। আর একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়,দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আওয়ামীলীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তাদের দূষর রয়ে গেছে। তাদের প্রতিহত করতে হবে নিজ নিজ অবস্থা থেকে।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুর রহমানসহ উপজেলা বিএনপির সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আহবায়ক যুগ্ম আহবায়ক সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।