শাল্লায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম তিথি উৎসব উদযাপন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের শ্রী শ্রী গোসাই আখড়ায় ১লা সেপ্টেম্বর সোমবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম তিথি উৎস পালন করা হয়। ভোর ৩টা ৩০ মিনিটে নগর পরিক্রমার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি শুরু হয়। ৫টা ৩৯মিনিটে ভোরের প্রার্থনা ৭টা ৩৫মিনিটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম লগ্ন ঘোষণা করেন ১৩৮টি মোমবাতি প্রজ্জলমের মধ্য দিয়ে। পরে ভক্তি মুলক গানের অনুষ্ঠানের শুরু হয়।
এসময় এলাকার অনেক স্বানীয় শিল্পী উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন। দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঋিতিক অনির্বাস চৌধুরী, সস্তায়নী অভিমান্য দাশ, সস্তায়নী রনধীর সরকার বাবুল, সস্তায়নী কবীন্দ্র দাশ, সস্তায়নী নৃপেন্দ্র দাশ, ব্রজেশ চৌধুরী, অজিত তালুকদার, জ্যোতিষ তালুকদার বাদল, যোগেশ চন্দ্র দাশ, সঞ্জয় চৌধুরী, বিজয় দাশ, প্রনতোষ দাশ, বরুণ দাশ, নির্মল দাশ, রাজন রায়, শরবরী মজুমদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।