ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে এমজাস-এর শোক প্রকাশ
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট চ্যাপ্টারের সভাপতি এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস) গভীর শোক প্রকাশ করেছে।
আজ শনিবার এক শোকবার্তায় এমজাস নেতৃবৃন্দ বলেন, “ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন একজন সদালাপী, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ও নীতিবান সমাজ সংগঠক। সিলেটের গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য এবং নাগরিক আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
তিনি শুক্রবার (নিউইয়র্ক স্থানীয় সময়) বেলা ১টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।