মনজুরুল করিম মহসিন
নবী করিম সা. ক্ষমা ও সহনশীলতার বিষয়ে নির্দেশনা দিয়েছেন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে নবী করিম সা. এর অনুপম নির্দেশনাবলী রয়েছে। মানুষে-মানুষে বিভেদ দূরীভূত করে তিনি একটি আদর্শ সমাজ নির্মাণ করেছেন। এর পাশাপাশি তিনি আমাদের জন্য তাঁর অনন্য নির্দেশনাবলী রেখে গেছেন। তিনি বিদায় হজ্জের ভাষণে একজন মানুষের জান ও মালকে অন্যদের কাছে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এটি সহনশীল হওয়ার নির্দেশ প্রদান করে। নবী করিম সা. সকলের অধিকার রক্ষার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বর্ণ, জাতি, গোত্র ও সম্প্রদায়গত শ্রেষ্ঠত্বকে বিলুপ্ত করে সবাইকে সমান ঘোষণা করেছেন। এমনকি দাস-দাসীর পক্ষ থেকে অমার্জনীয় অপরাধ সংগঠিত হলে তাদের সাথে দুর্ব্যবহার না করে ক্ষমা করার আদেশ দিয়েছেন। তাঁর এ অনুপম নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষমাশীল ও সহনশীল হতে পারলে সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভবপর হবে।
বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর একটি অভিজাত হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট আয়োজিত ‘সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে নবী করিম সা. এর নির্দেশনা’ শীর্ষক সেমিনার ও শাখার সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী। প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহদি বিন আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাবেক সভাপতি জামিল আহমদ, সাবেক সহ-সভাপতি আহসান মাহমুদ শিপন, এডভোকেট কামাল হোসাইন নাজিম, সাবেক অফিস সম্পাদক ইমদাদুল ইসলাম। প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হোসাইন এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- শাখা সহ-সভাপতি ইমতিয়াজ হামিদী ফুরাত, আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ কাওসার, প্রচার সম্পাদক আব্দুর রহিম তালুকদার, অর্থ সম্পাদক শামসুল আলম রাহাত, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হক মো. শহিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাওহিদ আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম কামরান, সিলেট পশ্চিম জেলা সদস্য শামসুল ইসলাম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সদস্য তামিম আহমদ, আশরাফুল ইসলাম, সিলেট এমসি কলেজ শাখার অফিস সম্পাদক আহসান হাবিব প্রমুখ।