শান্তিতে নোবেল জিতেছিলেন যে চার মার্কিন প্রেসিডেন্ট
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে জল কম ঘোলা হয়নি। এ পুরস্কার পাওয়া উচিত বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। এর আগে ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিল হোয়াইট হাউস।
সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পের একটি ছবি শেয়ার করে হোয়াইট হাউস লিখেছিল, ‘শান্তির প্রেসিডেন্ট।’ তবে ট্রাম্প শেষ পর্যন্ত নোবেল না পেলেও, ইতোপূর্বে চারজন মার্কিন প্রেসিডেন্ট শান্তির সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি জিতেছেন। মার্কিন প্রেসিডেন্টদের নোবেল পুরস্কার জয়ের সময় ও কারণ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
থিওডর রুজভেল্ট (১৯০৬)
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট ছিলেন থিওডর রুজভেল্ট।পোর্টসমাউথ চুক্তির মাধ্যমে রাশিয়া-জাপান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য অ্যামেরিকার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের রুজভেল্ট রুমে এখনও ঝুলছে শান্তিতে তার নোবেলের মেডেলটি।
উড্রো উইলসন (১৯১৯)
প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ এবং শান্তি সুরক্ষায় প্রথম বৈশ্বিক সংস্থা লিগ অব নেশন্স প্রতিষ্ঠায় ভূমিকার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
জিমি কার্টার (২০০২)
প্রেসিডেন্ট থাকাকালীন নয়, বরং দায়িত্ব ছাড়ার ২১ বছর পর শান্তিতে নোবেল পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, গণতন্ত্র ও মানবাধিকারের প্রসার এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিরলস প্রচেষ্টার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বারাক ওবামা (২০০৯)
দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। পরমাণু নিরস্ত্রীকরণ ও জলবায়ুবিষয়ক তৎপরতাসহ আন্তর্জাতিক কূটনীতিকে জোরদার ও জনগণের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।