দক্ষিণ সুরমায় ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জ বাজার, রাখালগঞ্জ বাজার এবং সিলাম ইউনিয়নের খালোমুখ বাজারে ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষে মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ আসনের ভাগ্য পরিবর্তনে ড. ফয়েজ উদ্দিনের বিকল্প নেই। তিনি এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে ড. ফয়েজ উদ্দিন এমবিই’কে মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, তরুণ সমাজকর্মী জাহিদুল ইসলাম জুনান, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ প্রমুখ।