মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও ট্রাক জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও যানবাহন জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর (শুক্রবার) হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি করে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দকৃত পণ্যের মূল্য সোয়া এক কোটি টাকা। পরে ১৮ অক্টোবর (শনিবার) সকালে একই ব্যাটালিয়নের আরেকটি টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি–চুনারুঘাট সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা উদ্ধার করে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,“উদ্ধারকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।