এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীর উদ্যোগে মঙ্গলবার মিছিল-সমাবেশ
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ কমিটি সিলেটের উদ্যোগে মঙ্গলবার (২১-১০-২৫) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হবে। এতে জেলার প্রত্যেক উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে। রোববার নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় লিয়াজোঁ কমিটির সভায় এ সীদ্ধান্ত নেওয়া হয়।
লিয়াজোঁ কমিটির আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সদস্য সচিব, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মহানগর শাখার সভাপতি ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রাব্বানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুশ শাকুর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-সম্পাদক ও তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খসরুজ্জামান, লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রওনক আহমদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মহানগর শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জান্নাত আরা খাঁন, আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট বিভাগের সমন্বয়ক মোহাম্মদ জাহিদুর রহমান প্রমুখ।
সভায় শিক্ষক আন্দোলনে প্রথম মৃত্যুবরণকারী শিক্ষক মাহবুবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।