এবারের এইচএসসিতে সিলেট কমার্স কলেজের ধারাবাহিক সাফল্য
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট কমার্স কলেজের শতভাগ সাফল্য অর্জন করেছে। ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে ব্যবসায় বিভাগে ৯৪.৮৭ ভাগ, বিজ্ঞান বিভাগে ৭৪.০৭ ভাগ ও বিএমটিতে ৮৬.১১ ভাগে শিক্ষার্থীরা পাস করে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। কলেজে ফলাফল ঘোষণাকালে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান পরীক্ষার সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার রায়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহিমা খানম হ্যাপী, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সজীব দত্ত, বাংলা বিভাগের প্রভাষক পরশমনি দেব, প্রভাষক আবু সাঈদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপননের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাম্মিনা জান্নাত চৌধুরী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।