সিলেটে দিন দুপুরে ফিল্মি স্টাইলে সাড়ে বারো লাখ টাকা ছিনতাই
সিলেটে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে সাড়ে বারো লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার নগরের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা ও ক্যাশিয়ার সোহেল আহমদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরের কদমতলীতে এনা পরিবহনের তিন কর্মচারী সাড়ে বারো লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ৫টি মোটর সাইকেলে আসা ১০ জন ছিনতাইকারীর একটি দল তাদের কাছ থেকে এই টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলী কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজিচালিত অটোরিকশায় ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে হুমায়ুন রশীদ চত্ত্বরের আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এনা পরিবহনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’






