মোহাম্মদ আবু হায়দার চৌধুরী সুইট
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোহাম্মদ আবু হায়দার চৌধুরী সুইট-এর পিতার নাম আব্দুর রহমান চৌধুরী মাতা সালমা বেগম চৌধুরী।
স্থায়ী ঠিকানা– গ্রাম: রনকেলী পো: রনকেলী থানা: গোলাপগঞ্জ জেলা:সিলেট।
বর্তমান ঠিকানা- ৪স্টিলগ্লোব, ইয়ার্ডলী, বামিংহাম, যুক্তরাজ্য।
যেসব সংগঠনের সাথে জড়িত:
চেয়ারম্যান- আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, মেম্বার- গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস, পরিচালক-বাংলা ভয়েস পত্রিকা বামিংহাম, যুক্তরাজ্য।
মোহাম্মদ আবু হায়দার চৌধুরী সুইট এক জন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে দেশ-বিদেশে পরিচিত। নিজ এলাকার শিক্ষার উন্নয়নে তিনি বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করেন। এছাড়া গরীব মানুষেরে নগদ অর্থ এবং রিকশা প্রদান করেন। যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালি কমিউনিটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষার উন্নয়নেও তিনি কাজ করে যাচ্ছেন।
তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি হবিগঞ্জ সোসাইটি ইউকে থেকে পদকসহ ইতোমধ্যে নানা পদক পেয়েছেন। তিনি দুই পুত্র সন্তানের জনক।
——–
সদস্য নং-০৮