কামাল হোসেন বাঙ্গালী
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম : নাম:কামাল হোসেন বাঙ্গালী, পিতা: আব্দুস সত্তার মাতা: ছমিরুন নেছা স্থায়ী ঠিকানা: মানিক কোনা, সুলতানপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট।কামাল হোসেন বাঙ্গালী একজন প্রবীন সাংবাদিক।তিনি সাপ্তাহিক সোনার বাংলা, দৈনিক সিলেটবাণী এবং ফেঞ্চুগঞ্জ সমাচার পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। এলাকায় গ্যাস লাইন স্থাপন এবং মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।বর্তমানে কামাল হোসেন বাঙ্গালী সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজেকে জড়িয়ে রেখেছেন। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি প্রবাসে তোলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২২ জুলাই ২০১৯ তারিখে কামাল হোসেন বাঙ্গালী ইন্তেকাল করেন।
——–
সদস্য নং-০৭