মো: সামছুল ইসলাম
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম :
নাম: মো: সামছুল ইসলাম, পেশা: বিশিষ্ট ব্যাবসায়ী, পিতা: … মাতা: …… , জন্মতারিখ: স্থায়ী ঠিকানা: গ্রাম: আমকুনা, ডাকঘর: আছিরগঞ্জ বাজার, উপজেলা: গোলাপগঞ্জ, সিলেট।
যেসব সংগঠনের সাথে জড়িত: ফাউন্ডারট্রাস্টি মাদার এন্ড চাইল্ড ট্রাস্ট, প্রেসিডেন্ট উন্ডসর ইন্টারন্যাশনাল ক্লাব, জয়েন্ট সেক্রেটারী বাংরাদেশ সেন্টার, জয়েন্ট সেক্রেটারী হার্ট ফান্ডেশন ইউকে, ইউরোপিয়ান এডভাইজার জাতীয় পার্টি, ট্রাস্টি গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে, ফাইনান্স চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ উন্ড ওসমানী ট্রাস্ট ইউকে। মো: সামছুল ইসলাম এক জন সফল ব্যাবসায়ী হিসেবে দেশে এবং প্রবাসে অসংখ্য ব্যাবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তার মধ্যে অন্যতম হলো- ডাবুল গ্লেইজিং বাংলাদেশ লি: মনিকা এন্টারপ্রাইজ, আলজালাল মিনারেল ওয়াটার ইত্যাদি।
সেবমুলক কাজ: নিজ এলাকার দরিদ্র মানুষের ঘরবাড়ি নির্মাণ এবং নগদ অর্থপ্রদান, বাংলাদেশের যে কোন দুর্যোগে অর্থ সংগ্রহ করে পাঠানো এবং যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালি কমিউনিটির রাজনৈতিক, অর্থনৈতিক উন্ন্য়নে তিনি দীর্ঘদিন থেকে কাজ করছেন।
——–
সদস্য নং-০৫