শাহ মনির আহমদ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:
নাম: শাহ মনির আহমদ –বয়স ৫১ বৎসর, পিত: মরহুম শাহ ইছহাক আলী।বাংলাদেশের ঠিকানা: গ্রাম: ধর্মদা পীরবাড়ী ,ডাক: নাজির বাজার ,থানা: বিশ্বনাথ ,জেলা: সিলেট
যে সব সামজিক সংগঠনের সাথে জড়িত:
চেয়ারম্যান-শাহ ইউসুফ আলি কল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠাতা সদস্য ধর্মদা জাগরণ উচ্চবিদ্যালয়, সাবেক চেয়ারম্যান অগ্রগামী সমাজ কল্যাণ যুবসংগ, নাজির বাজার সিলেট, প্রতিষ্টাতা ভাইস চেয়াম্যান আবারফেল্ডী ইসলামিক কালচারেল সেন্টার ইউকে। এ ছাড়া তিনি দেশের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে বিশেষ ভাবে নিজেকে জড়িত রেখেছেন। এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ব্যক্তিগত ভাবে গরীব দু:খীদের নিয়মিত সাহায্য সহায়তা করে আসছেন।
বর্তমান ঠিকানা: পপলার, লন্ডন।
——–
সদস্য নং-০৪