আচ্ছন্ন দৃষ্টির ভিতর বাহির
দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান
চারিদিকে আঁধার ক্রমশ গাঢ় হচ্ছে ,
ছুঁয়ে দেখো বক্ষ মস্তিষ্ক বোধ
জগদ্দল পাথর হয়ে আছে,
কাঁদা আশ্রিত রক্ত হৃদযন্ত্র ।
গাঢ় আঁধার কোন আদিম অরণ্যে
হারিয়ে যাচ্ছে পৃথিবী,
আদিম বারতা বয়ে হিংস্র গুহাবাসি
এখন মানুষেরে পথ দেখায় ।
মোহাচ্ছন্ন বোধ জাগিয়ে তুলে ঘোর অমানিশা ,
আচ্ছন্ন দৃষ্টির ভিতর বাহির স ব ।
দেখ নিষ্প্রভ সূর্য আঁধারের কুণ্ডলীতে
ঘুরপাক খাচ্ছে। মানুষ এখন আর
চোখে পড়ে না , আমি তুমি আমরা ।
আমৃত্যু লড়াকু কিছু মানুষ
কতক্ষণ টিকতে পারে
আদিম হিংস্রতার মোকাবেলায় ?