প্রচ্ছদ কবিতা গাছে গাছে পাখি প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৬, ৮:৪৬ অপরাহ্ণ দৈনিক সিলেট ডট কম বদরুজ্জামান জামান গাছে গাছে পাখি আর ফুলে প্রজাপতি পৃথিবীটা রুপরঙে কত রূপবতী । রাতের আকাশে দেখো নক্ষত্রের মেলা আঁধারে জোনাকির লুকোচুরি খেলা । সবুজের ঢেউ মাঠে, মন কেড়ে নেয় ভোরের সোনালি রবি আলো জ্বেলে দেয় । সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেইজে লাইক না দিয়ে থাকলে অনুগ্রহ করে লাইক দিন কবিতা এর আরও খবর শরৎ স্বার্থক ভালোবাসা যদি মন চায় তবে কাঁদো… পাখিদের নীড়ে ফেরা