জন্মানুভূতি
দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান
আপনাদের আশীর্বাদ মাথায় তুলে নিলাম,
পড়ন্ত বেলায় মৃত্যুর হাতছানি তুষ্ট করে
আরেকটি জন্মদিনের স্পর্শ সুখে ।
.
জন্ম! সেতো নিশ্চিত সংঘটিতব্য মৃত্যুর সূচনা।
.
ক্ষয়িষ্ণু লৌকিক জীবণ পূর্ণতা দেয়
মৃত্যুতে সূচিত অনন্তজীবণের।
ছায়াসঙ্গী মৃত্যু জীবণের চাহিদা বাড়ায়
অনন্তের পাথেয় শূণ্য পাতের ।
.
চিত্ত বিগলিত কৃতজ্ঞে আশীর্বাদ প্রনামি তবু
অনন্তের পাথেয় সঞ্চয়ি পাত পূর্ণ করবার তরে ।