ফ্রিল্যান্সিং খাতে ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন মো. তৌফিকুল
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাল্লাহ গ্রামের মো. তৌফিকুল ইসলাম। ২০২৫ সালের জন্য সিলেট বিভাগ থেকে ‘সেরা ফ্রিল্যান্সার’ (Best Freelancer) ক্যাটেগরিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে প্রযুক্তিনির্ভর ফ্রিল্যান্সিং কার্যক্রমে সক্রিয় তৌফিকুল ইসলাম তার কাজের গুণগত মান ও পেশাদারিত্বের জন্য এই পদক পেয়েছেন। আয়োজক সূত্রে জানা গেছে, ফ্রিল্যান্সিং খাতে তার ধারাবাহিক সাফল্য এবং দায়িত্বশীল ভূমিকার মূল্যায়ন করেই এই পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে।
নিজের এই অর্জন সম্পর্কে মো. তৌফিকুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এটি আমাকে ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তিনি এই অর্জনের পেছনে একটি সুসংগঠিত পেশাদার পরিবেশ ও সঠিক দিকনির্দেশনার গুরুত্বের কথা উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দেশের প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে আরও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।






