সুনামগঞ্জে নাস্তিক হওয়ার অভিযোগে যুবকের ওপর কাউন্সিলর সমর্থকদের হামলা
সুনামগঞ্জে নাস্তিক হওয়ার অভিযোগে মো: সোহেল মিয়া নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা করেছে কাউন্সিলর রুহেল আহমদের সমর্থকেরা। হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিকেলে সুনামগঞ্জের হাসন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো: সোহেল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের মোঃ মকসুদ মিয়ার পুত্র। তিনি সিলেট ও সুনামগঞ্জ নগরীর সোহেল এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের হাসন নগর এলাকায় কাউন্সিলর রুহেল আহমদের সমর্থকেরা নাস্তিক হওয়ার অভিযোগে মো: সোহেল মিয়ার উপর ধারালো দা, চাপাতি, লাঠি দিয়ে হামলা চালায়। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় গুরুতর আহত মোঃ সোহেল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করেন হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনার পর হাসন নগর এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ব্যাপারে কাউন্সিলর রুহেল আহমদ জানান, সোহেল মিয়া নামক ওই ব্যক্তি আমাদের ইসলাম ধর্মের শত্রু, তাই তাকে এলাকার লোকজন প্রথমে সতর্ক করে। কিন্তু সোহেল মিয়া তাতে কর্ণপাত না করে খারাপ আচরন করেন। এসময় এলাকার লোকজন তার ওপর হামলা করেছেন বলে শুনেছি। উনি নিজেও নাস্তিক এবং এলাকার অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়ান। তার কর্মকাণ্ডে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।
এছাড়াও আমাদের সংগঠনের বিরুদ্ধে নানা কুরুচিপর্ণ মন্তব্য ও করেছে। তিনি আরো বলেন, সোহেল মিয়া যদি আবারও এলাকায় আসে তাহলে আরো বড় ধরনের ঘঠনা ঘটার ও আশঙ্কা রয়েছে।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, হাসন নগর এলাকায় মো: সোহেল মিয়া ওপর কাউন্সিলর রুহেল আহমদের সমর্থকদের অতর্কিত হামলা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সোহেল মিয়া নামক ওই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় লোকজনকে নাস্তিক বানানোর জন্য প্রচারণা করছেন বলে কাউন্সিলর আমাদেরকে জানিয়েছেন।








