প্রেমিকা ফোন না ধরায় গোটা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রেমিক
কখনও কখনও প্রেম যেন বলিউডের ছবির দৃশ্য—ড্রামা, আবেগ আর অতিরঞ্জনে ভরা। এমনই এক ঘটনা এবার আলোচনায় এসেছে, যেখানে প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় ক্ষোভে এক যুবক গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দেন।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।
হঠাৎ অদ্ভুত সিদ্ধান্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক যুবক হাতে বিশাল প্লায়ার্স নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কেটে দিচ্ছেন। এতে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
খবরে বলা হয়েছে, প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নেওয়ার বদলে তিনি হতাশ হয়ে এমন পদক্ষেপ নেন।
সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড়
ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা একের পর এক রসিক মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘প্রেমে অনেক আশিক দেখেছি, কিন্তু প্রেমে পাগল হয়ে যাওয়া এমনটা প্রথমবার দেখলাম।’ আরেকজন মজা করে বলেন, ‘সাধারণত প্রেমিক নিজের শিরা কাটে, আর এ কেটে দিল গোটা গ্রামের শিরা।’
অন্য এক মন্তব্যে বলা হয়, ‘একটা ভুল হলেই বানাতো মানব টান্ডুরি!’ কেউ লিখেছেন, ‘ওর উচিত বলিউড মুভি দেখা বন্ধ করা।’
আরেকজন মন্তব্য করেন, ‘শুধু ওই মেয়ের জন্য এখন পুরো গ্রাম অন্ধকারে।’ কারও রসিকতা—‘সেরা স্কিলের ব্যবহার’, ‘এটাই প্রেমের পাওয়ার’ কিংবা ‘মানুষকে নতুন আইডিয়া দিচ্ছে লোকটা!’
কেউ কেউ আবার বলিউডের সাইয়ারা সিনেমার সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এ যেন সত্যিকারের সাইয়ারা!’
বিহারে এমন আরেক ঘটনা
এটাই প্রথম নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়ার গণেশপুর গ্রামে এক যুবক প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতেন। কারণ, অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা। গ্রামজুড়ে নিয়মিত ২–৩ ঘণ্টার ব্ল্যাকআউট চলত, অথচ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকত। অবশেষে তার কাণ্ড ফাঁস হয়ে যায়।