মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস
কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে পূর্বনির্ধারিত আগামীকালকের মানববন্ধন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবার শ্রদ্ধাভাজন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ হায়াতুল ইসলাম আখুঞ্জির বিশেষ অনুরোধ ও আশ্বাসের ভিত্তিতে। তাঁরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে এবং বিষয়টির একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সর্বাত্মক সহযোগিতা করে এই উদ্যোগকে সফল করে তুলবেন এবং সকলের স্বার্থ সংরক্ষণের দিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী সমাজ