প্রচ্ছদ কবিতা তোমার জন্য প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ৬:৩৭ অপরাহ্ণ প্রিন্ট করুন দৈনিক সিলেট ডট কম তোমার জন্য এম হোসেন নিস্তব্ধ রাত নেই কোন কোলাহল, পাখিরাও ফিরে গেছে আপন ঘরে। মেঘাছন্ন আকাশ আমি একা বসে, ভাবছি তুমি কেমন আছো দূরে? কেমন আছো পাষাণ বেঁধে মনে? আমার কথা কী ভুলেছ সংগোপনে। আমি আজও একা হলেই ভাবি, তোমার জন্যই হয়ে যাবো কবি। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেইজে লাইক না দিয়ে থাকলে অনুগ্রহ করে লাইক দিন কবিতা এর আরও খবর অপরুপা দ্বিপ্রহর ওরা ভুলে গেছে তোমার গান চিঠি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত লিটলম্যাগ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়