সম্পর্ক

দৈনিক সিলেট ডট কম
মোহাম্মদ জাহাঙ্গীর আলম
সম্পর্ক বরারবরই আমার কাছে এক ধরণের জাল
যত ছিঁড়তে চাই বন্ধন সুতা
ততোই বাঁধা পড়ি তাঁর বন্ধনে
এ বন্ধনেই টিকে আছে এ পৃথিবী
এ বন্ধনই মানুষকে বাঁচিয়ে রাখে
জান্নাত থেকে পৃথিবীতে এসে
আবার দেখা হয় আদম হাওয়ার বন্ধন সুতার টানে
আমি তুমি কে ?
অস্বীকার করতে পারি কি
সেই বন্ধন শক্তি অথবা বন্ধনাসক্তি
গৃহত্যাগে বাউল সেও বাঁধা রয় বন্ধনে
আমি তুমি কেউ অস্বীকার করতে পারি না বন্ধন …।