আমাদের কথোপকথন…

মুহিত চৌধুরী
তুমি কি আমাকে সত্যি ভালোবাসো?
-কেন নয়, হঠাৎ নতুন প্রশ্ন,
তোমার সব কিছু আমার ভালোলাগে।
-ভালোলাগা আর ভালোবাসা এক নয়.
-বুঝলাম না এবার নতুন কী সূত্রের কথা শোনালে,
বীজগণিত বরাবর আমার কাছে দুর্বোধ্য হলেও
জ্যামিতিক ব্যাখ্যা বেশ সহনশীল।
-আচ্ছা ঠিক আছে আমি বলছি
ধরো একটি লাল গোলাপ তোমার ভালো লাগলো
ক্ষণিকের তৃপ্তি মেটাতে গোলাপটি ছিড়ে হাতে নিলে,
তার মানে তুমি ভালোবাসো না।
যদি ভালোবাসতে তাহলে না ছিঁড়ে গোলাপের পরিচর্যা
করতে।
-তোমার সাথে কথা বলে আর পারা যায়না.
– আচ্ছা শোন চশমার গ্লাস পাল্টেছো কি?
বললাম হ্যা, দু’চোখে পাওয়ার বেড়েছে অনেক।
-মিথ্যে কথা, তুমিতো এখনও ভালোকরে দেখো না
আলো-আঁধারের পার্থক্যটা বোঝো না।
-কী আর করা, এতো অমানুষের ভীড়ে মানুষ খুজে
পাওয়া সত্যি কঠিন।
তুমিতো জানো জন্মনিয়ন্ত্রন কর্মসুচি হয়েছে ব্যর্থ
চারিদিকে বাড়ছে জনসংখ্যা আর কমে যাচ্ছে মানুষ।
————-
সিলেট ৯ মার্চ, ২০২৩ তপোবন, সিলেট