যদি মন চায় তবে কাঁদো…
-মুহিত চৌধুরী
আজকাল তোমার কি যে হলো
কিছু বললেই ছল ছল করে উঠে চোখ দুটি,
চোখ আছে বলেই কাঁদতে হবে?
মন আছে বলেই আবেগের শ্রোতে ভাসবে?
তুমিতো জানো না এক ফোটা অশ্রুজলের কত ক্ষমতা
হাবিয়া দোজখের লেলিহান শিখা থামিয়ে দিতে পারে
আর ভিজিয়ে দিতে পারে করুণার বৃষ্টি ধারায়।
যদি মন চায় কাঁদতে, তবে কাঁদো তাঁর জন্য
যে আছে তোমার অস্তিত্বে, আছে অন্তর জুড়ে
কষ্টে যে দেয় স্বস্থি, বিপদে আশ্রয়
আর তৃষ্ণায় শীতল জল।
যদি মন চায় কাঁদতে, তবে কাঁদো তাঁর জন্য
যে সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়, যার কোন অংশীজন নেই
তোমাকে আমাকে যে সৃষ্টি করেছে মৃত্তিকা থেকে
আর জিনকে অগ্নিশিখা থেকে।
যদি মন চায় কাঁদতে, তবে কাঁদো তাঁর জন্য
যে অক্ষয়-অমর চিরঞ্জীব
যে দিন আকাশ বিদীর্ণ হবে আর পাহাড় পর্বত
তুলার মতো উড়ে যাবে সে দিন তাঁর কাছেই
ফিরে যেতে হবে।
২৪ মার্চ ২০২৩, ১ রমজান