দিলারা জামান ও ডলি জহুরের ‘সুখের সংসার’

দৈনিকসিলেটডেস্ক
খ্যাতিমান দুই গুণী অভিনেত্রী দিলারা জামান ও ডলি জহুরকে নিয়ে সুপিন বর্মন নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুখের সংসার’। হাতিরঝিল সংলগ্ন প্রিয়াংকা শুটিং হাউসে শনিবার (২৯ জুলাই) শেষ হলো চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ।
সজল চক্রবর্তীর রচনা ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করছে ইন্টারনাল বাংলাদেশ। তরুণ নির্মাতা সুপিন বর্মনের এটি ষষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এর আগে তার নির্মিত চলচ্চিত্রগুলো বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেই সঙ্গে পেয়েছেন বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার।
‘সুখের সংসার’ নিয়ে সুপিন বর্মন বলেন, ‘আসলে ছোট একটি চলচ্চিত্রে নাম না জানা একজন তরুণ নির্মাতার কাজে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ও ডলি জহুর ম্যাম কাজ করবেন, এটা আমার কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে। সেটে ওনারা যে পরিমাণ সহযোগিতা করেছেন তা সত্যি আমার জন্য বড় পাওয়া। এরকম সহজ সরল আর নমনীয় মানুষ আমি কমই দেখেছি, ওনাদের প্রতিটি কথা আমাদের সকলের জন্য শিক্ষনীয় ছিল। ভবিষ্যতে আমার প্রতিটি কাজে এই অমূল্য রত্নদেরকে নিয়ে কাজ করতে চাই।’
গুণী এই দুই অভিনেত্রী বলেন, ‘পুরো একটি টিমে তরুণরা কাজ করছে এটা খুবই আনন্দের। তারা কাজ শিখছে, ভবিষ্যতে তারা দেশের হয়ে ভালো ভালো কাজ উপহার দিবে, আমরা যারা আছি, সবসময় তাদেরকে উৎসাহ দিতে চাই, তাদের কাজে ডাকলে অবশ্যই আমরা আসবো।’
‘সুখের সংসার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন তরুণ অভিনেত্রীর গল্প উঠে এসেছে। গল্পে যে কিনা চরিত্রের প্রয়োজনে সাবলিলভাবে সব চরিত্রে অভিনয় করতে পারেন কিন্তু বাস্তব জীবনের অভিনয়ে তা সম্পূর্ণ আলাদা। শাশুড়ি, স্বামীর সুখের সংসারে তার প্রভাব কেমন তা এই চলচ্চিত্রে রূপকভাবে ফুটে উঠেছে। চলচ্চিত্রটি আগামী দিনে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। চলচ্চিত্রে দিলারা জামান ও ডলি জহুর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সোনিয়া, দেবাশীষ বর্মন, সাজীদ আহেম্মেদ, শাফিউর সোহেল, ফয়সাল প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন আর আই লিপসন।