ট্যাকলে পা ভাঙল আর্জেন্টাইন ডিফেন্ডারের, কাঁদলেন মার্সেলো

দৈনিকসিলেট ডেস্ক :
ভয়ঙ্কর এক ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। যে ইনজুরিতে তার ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা করা হচ্ছে। ওই ইনজুরির পেছনে ‘দায়’ আছে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর। ট্যাকল করতেই তাই কেঁদে ফেলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, লুসিয়ানো সানচেজের বাঁ-পায়ের হাঁটু লিগামেন্ট থেকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। তাকে জরুরি সার্জারি করানো হবে। কিন্তু সুস্থ হয়ে আবার মাঠে নামতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তবে চিকিৎসক জানিয়েছেন, ৮-১২ মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন সানচেজ। ট্যাকলের ঘটনায় লাল কার্ড দেখেছেন মার্সেলো।
ঘটনা বুধবার কোপা লিবার্তোদোসের ম্যাচের। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আর্জেন্টাইন ক্লাব আর্জেন্টিনোস জুনিয়রের ২৯ বছরের ডিফেন্ডার সানচেজ ওই ইনজুরিতে পড়েন। মার্সেলো বল পায়ে রীতি মতো ড্রিবলিং দিয়ে নাচিয়ে বেড়াচ্ছিলেন প্রতিপক্ষের দুই ফুটবলারকে।
ওই সময় মার্সেলোকে আটকাতে এগিয়ে আসেন সানচেজ। তাকে ড্রিবলিংয়ের ফাঁদে ফেলতে যান ব্রাজিলের লিগে ফেরা রিয়াল ডিফেন্ডার। কিন্তু সানচেজ পা বাড়িয়ে ট্যাকল করতে যান মার্সেলোকে। তার বাড়িয়ে দেওয়া পায়ের হাঁটুর নিচের অংশে পা পড়ে যায় মার্সেলোর।
তাতেই হাঁটু থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সানচেজের পা। বল তখনও মার্সেলোর পায়ে। তিনি নিজে বল থামিয়ে খেলা বন্ধ করেন এবং হতবাক হয়ে পড়েন কী করে ফেলেছেন এই ভাবনায়। হাঁটু গেড়ে সতীর্থের পায়ের কাছে বসে কেঁদে ফেলেন। এমনকি লাল কার্ড দেখার সময়ও কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে সোস্যাল মিডিয়াম মার্সেলো বলেছেন, ‘খুব কঠিন সময় কাটাচ্ছি। অনিচ্ছা স্বত্ত্বেও একজন সহকর্মী ফুটবলারকে ইনজুরিতে ফেলে দিয়েছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করছি।’ মার্সেলোর সৌজন্য বোধের কারণে তাকে ধন্যবাদ দিয়েছে আর্জেন্টাইন ক্লাব, ‘ধন্যবাদ মার্সেলো। মাঠে আমরা প্রতিপক্ষ, শত্রু নই।’