দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার প্রতিজ্ঞা করলেন নয়ন

দৈনিকসিলেট ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক সেবনের ভিডিও সরাসরি সম্প্রচার (লাইভ) করে কারাগারে গিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইসমাইল হোসেন ওরফে নয়ন (২৮)। মুক্তি পেয়ে থানার পুকুরপাড়েই দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার প্রতিজ্ঞা করেছেন তিনি।
দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইসমাইল। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শনিবার বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, ৪ আগস্ট ফেসবুক লাইভ চলাকালে মাদক সেবন করেন ইসমাইল। পরে ভিডিওটি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৪ আগস্ট দুপুরে ওই তরুণকে কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে বের হয়ে গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের আরও একটি ভিডিও করেন তিনি। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে গেছেন তিনি। আর এমনটা করবেন না। আর কখনো মাদক সেবন করবেন না।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে ওই তরুণ তার কাছে এসে বলেন, তিনি দুধ খাবেন এবং আর কখনো মাদক সেবন করবেন না। এ সময় তিনি ওই তরুণকে সতর্ক করেন।