শরৎ
দৈনিকসিলেটডটকম
লিটন বিশ্বাস
শরৎ মানে রূপসি ঋতু সকল ঋতুর রাণী,
শরৎ মানে বাতাসের মাঝে প্রকৃতি গুনায় অমর বাণী।
শরৎ মানে কচি পাতায় বিন্দু শিশির জল,
শরৎ মানে নদীর ঘাট গাঁয়ের বধুর দল।
শরৎ মানে বাঁধা নৌকায় ভর্তি হাওরের কুল,
শরৎ মানে হাতছানিতে ডাকছে কাশফুল।
শরৎ মানে দক্ষিণা বাতাসে গাছের ডালে পাখিদের কুঞ্জন,
শরৎ মানে ফুলে ফলে ভ্রমরের গুঞ্জন।
শরৎ মানে ঝিরঝিরে রৌদ্দুর স্যাঁতস্যাতের মাটির ঘ্রাণ,
শরৎ মানেই অপরূপ রুপে রাঙা প্রকৃতি প্রাণ।….
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন