প্রচ্ছদ কবিতা খাঁচার পাখি প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ সমুজ আহমদ সায়মন খাঁচার পাখি ময়না আমার যখন যাবে উড়ে, শুন্য খাঁচার পাশে সবাই কাঁদবে বসে শোকে। পাড়া পড়ঁশী আসবে সবে মাইকে এলান শুনে, অতি যত্নের খাঁচা আমার রাখতে মাটির নীচে। মাটির খাঁচা মাটির সাথে যাবে যখন মিলে, হায়রে হায় সহজে তাই যাবে সবাই ভুলে। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন ডিএস/আরএ আমাদের পেইজে লাইক না দিয়ে থাকলে অনুগ্রহ করে লাইক দিন কবিতা এর আরও খবর মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত লিটলম্যাগ ‘বাঁশতলা’ আসছে বইমেলায় কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতিতে আবৃত্তি ও আলোচনা মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কলকি বাবা বড্ড কামেল