প্রেম এবং ভালোবাসার তফাত
মুহিত চৌধুরী
সাবধান, তোমাকে সাবধান করে দিচ্ছি
তুমি আমার কোন কিছুতে আর নাক গলাবেনা,
কারণ তুমি প্রেম এবং ভালোবাসার তফাত বুঝো না।
আমি প্রেম চাই না, আমি ভালোবাসা চাই
প্রেমতো জীবন নদীর চরে গড়া এক বালির বাঁধ
ভালোবাসা সেতো চীনের মহা প্রাচীর।
আমার সন্তানরা, মা এবং বোনেরা যখন
রক্তবন্যায় সাঁতার কাটে, তুমি তখন অন্ধ-বধির
সেজে বাজাও নিরোর বাশি।
স্বাধীনতাকামী মানুষদের আবেগ এবং অনুভুতি
তুমি বাজারে করো নিলাম, কুৎসিত শব্দে
তাদের করো বিশেষায়িত।
তুমি আর আমার কোন কিছুতে নাক গলাবেনা,
কারণ তুমি বাকস্বাধীনতা এবং মানবাধিকারের
সংজ্ঞা নিয়ে করো স্বেচ্ছাচারিতা।
কসম খোদার, ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে থাকা
শিশুটি একদিন প্রেম এবং ভালোবাসার তফাত
তোমাকে জানিয়ে দিবে।
২১-১০-২০২৩