সিলেটের বিনিয়োগ সম্ভাবনা নামক বই প্রকাশিত
ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল এর লিখিত “সিলেটের বিনিয়োগ সম্ভাবনা” নামক বই নোভা বুকস এন্ড পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত হয়েছে।
সিলেট অঞ্চলের বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা, প্রবাসী বিনিয়োগ ও অন্যান্য বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহ, সিলেট অঞ্চলের প্রবাসীগণের প্রেরিত অর্থ সংক্রান্ত তথ্যসমূহ, অন্যান্য বিভাগের তুলনায় ঋণ-আমানতের পরিমাণ, সিলেট অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য করণীয় পদক্ষেপসমূহ, সিলেট জেলার ১৩টি উপজেলার বিনিয়োগ সম্ভাবনা ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ, সিলেট অঞ্চলের অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি বিষয়সমূহ বইটিতে আলোকপাত করা হয়েছে।
সিলেট অঞ্চলের উৎপাদিত পণ্যসমূহ বিশ্বের যেসকল দেশসমূহে রপ্তানী হয়েছে এবং বর্তমানে হচ্ছে সেগুলোর বিবরণ বইটিতে রয়েছে। সিলেট অঞ্চলের প্রবাসীগণ, সম্ভাব্য বিনিয়োগকারীগণ, বিভিন্ন চেম্বারের সদস্যবৃন্দ ও পরিচালকগণ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞগণ ও নীতি নির্ধারকগণ সিলেটের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও ক্ষেত্রসমূহ সম্পর্কে বইটির মাধ্যমে ধারণা পাবেন বলে আশা করা যায়। বইটি সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় অবস্থিত রাজা ম্যানশনের দ্বিতীয় তলার মালঞ্চ বুক সেন্টার পাওয়া যাচ্ছে।