শিক্ষক: শামীমা আক্তার
রাসেল মৌলভীবাজার
যাদের দিয়ে শুরু হয়েছিল আমার শিক্ষা জীবন,
তাদের পায়ে শির নত করতে দ্বিধাবোধ করে না মন,
যাদের দ্বারা আজ আমি হলাম শিক্ষিত,
তাদের সম্মান হৃদয় ভরে রাখিবো অক্ষত,
শিক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ পেশা নাইকো তাতে সন্দেহ,
পাহাড় সমান সম্পদ আর অর্থ চায়না কেহ,
ভাবনা কেবল একটাই গড়তে হবে জাতি,
তাইতো তারা নিজের পেটে নিজেই মারে লাথি,
মাতা পিতার পরেই নাকি শিক্ষক জাতির স্হান,
তাইতো আজ বড় অসহায় তারা হারিয়ে মান,
শিক্ষক ছাড়া শিক্ষিত আমি কেউ কি পারবে বলতে,
পশু হলে ভিন্ন কথা কার কি আসে তাতে!
শিক্ষকের গায়ে হাত উঠাতে বুক কাঁপেনা যাদের,
শ্রদ্ধা ভক্তি মনুষ্যত্ব বিবেক আদৌ কি আছে তাদের?
শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষক জাতির মাতা,
সেই শিক্ষক মেরে উল্লাসিত হওয়া এ কেমন স্বাধীনতা?
শামীমা আক্তার সহকারী শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়।