মৌলভীবাজারে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
রাসেল মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২ অক্টোবর) দুপুর ২ টার দিকে র্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করতে হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, গ্রাম -রক্তা রাজনগর।
গত ৯ আগস্ট আনুমানিক সকাল ১০টার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টুসুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪, তারিখ: ১৫ আগস্ট ২০২৪ইং।