বিমানে সাপের আতঙ্ক, যেভাবে সমাধান
দৈনিকসিলেটডেস্ক
যাত্রা শুরু হওয়ার আগেই এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার ভার্জিন এয়ারলাইনসের একটি ফ্লাইট। ব্রুম থেকে পার্থগামী ওই ফ্লাইটে আচমকা একটি সাপের উপস্থিতি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে পরিস্থিতি সামাল দেন এক সাহসী যাত্রী। তিনি একজন অভিনেতা এবং ডিজনির পরিচিত মুখ, আন্দ্রে রেরেকুরা।
২১ নভেম্বর ঘটনার শুরু হয় যখন বিমানের একজন যাত্রী ক্রু সদস্যদের জানান, প্লেনের ভেতরে একটি সাপ রয়েছে। খবরটি শুনে যাত্রীরা প্রথমে বিশ্বাস করতে চাননি। একজন নারী চিৎকার করে উঠলে সাপটি আন্দ্রে রেরেকুরার পায়ের কাছে এসে থামে। প্লেনের ক্রু সিদ্ধান্ত নেন যাত্রীদের নামিয়ে দেওয়ার। এটা যাত্রীদের মধ্যে আরও অস্বস্তি তৈরি করে।
সাপটিকে দেখে আন্দ্রে রেরেকুরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, সাপটিকে দেখেই চিনতে পারি যে এটি স্টিমসনের পাইথন, যা নিরীহ এবং বিষমুক্ত। তিনি সাপটিকে ধীরে ধীরে বিমানের বাইরে নিয়ে যান। তার এই বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য বিমানের ক্রু এবং যাত্রীরা তাকে অভিনন্দন জানান।
সাপ উদ্ধারের পর বিমান মাত্র ২০ মিনিটের জন্য বিলম্বিত হয় এবং পরবর্তীতে নিরাপদে পার্থে অবতরণ করে। আন্দ্রেকে ধন্যবাদ জানাতে এয়ারলাইন্স তাকে একটি বিনামূল্যের পানীয় প্রদান করে। এ বিষয়ে তিনি বলেন, স্টাফরা দুর্দান্ত ছিলেন, আমি একটি সোডা ওয়াটার উপভোগ করেছি।
ব্রুম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী ক্রেইগ শ বলেন, সাপটি কীভাবে বিমানে প্রবেশ করল, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে উত্তর অস্ট্রেলিয়ার গরমে স্টিমসনের পাইথন দেখা সাধারণ বিষয়।