হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক জায়গা উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক জায়গা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদ সরদারের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের পাশে খাল ভরাট করে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতাংশ জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল। পরে তারা সেখানে অবৈধভাবে মার্কেট নিমার্ণ করলে এলাকার জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগ নোটিশ দিয়ে মার্কেট অপসারণের জন্য নিদের্শ দিলেও প্রভাবশালী মহল তা কর্ণপাত করেনি। আজ যৌথ অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।