নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় উদযাপন কমিটি গঠন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
আগামী ১ ডিসেম্বর-২০২৪ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গৌরব, সংগ্রাম, ঐতিহ্যের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি পৌর শহরের স্থানীয় হলরুমে প্রস্তুতি সভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’কে আহবায়ক ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিন’কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে পদাদিকার বলে কার্যনির্বাহী কমিটির সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদকে উদযাপন কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।
অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান। যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, এহসান আহমদ, শাহাব উদ্দিন। সদস্য যথাক্রমে- জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও নিরঞ্জন দেবনাথ নিলু। পরে উপদেষ্টাবৃন্দ নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটির অনুমোদন দেন।
নিসচা বড়লেখা শাখার প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান জানান, নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা, শিক্ষার্থী সমাবেশ, ঝুকিপূর্ণ সড়ক সংস্কার ও রোড সাইন বিষয়ে জেলা সওজ কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান, সড়ক দুর্ঘটনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমসহ বরাবরের মতো এবারো ডিসেম্বর মাসব্যাপী সামাজিক, মানবিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে উদযাপন আহবায়ক কমিটি।
তিনি আরোও জানান, নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উদযাপন কমিটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২৬ নভেম্বর-২০২৪ থেকে উদযাপন (আহবায়ক) কমিটির কার্যক্রম চলমান থাকবে।