বিয়ের অনুষ্ঠানে মুঠোফোনে বর ব্যস্ত লুডু খেলায়!
দৈনিকসিলেট ডেস্ক :
ভারতে বিয়ের ধর্মীয় রীতিনীতির কাজ চলার সময় বরকে নিজের মুঠোফোনে লুডু খেলতে দেখা যায়। ওই বরের এমন কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ছবি এক্সে (সাবেক টুইটার) দিয়েছেন একজন ব্যবহারকারী। তাতে দেখা যায়, দুই বন্ধু বরকে আড়াল করে রেখেছেন।
এসময় তিনি অনলাইনে লুডু খেলায় মজে আছেন। বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তার নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।’তথ্যসূত্র: এনডিটিভি