সুবিপ্রবি’র নতুন ভিসি হলেন শাবিপ্রবি’র অধ্যাপক নিজাম উদ্দিন
দৈনিকসিলেট ডেস্ক
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারি সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০ (১) ধারা অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগদানের তারিখ হতে আগামী চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
সুবিপ্রবির নতুন ভিসি হওয়ায় নিজের অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমাকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু সুবিপ্রবি একটি নতুন বিশ্ববিদ্যালয় সেহেতু ইতিবাচকভাবে কিছু একটা করার সুযোগ আছে, সেটা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়টিকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করবো। সততা ঠিক রেখে কাজ করতে পারলে জীবনকে সার্থক মনে করবো।’