নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
দৈনিকসিলেটডেস্ক
ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ।গতকাল শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
ইসরায়েলিদের অভিযোগ, মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। লাখ লাখ মানুষ নেতানিয়াহুর সমালোচনা করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন।
রাজধানী তেল আবিব, বন্দর নগরী হাইফা, বিরশেবা, পশ্চিম জেরুজালেমসহ বেশ কিছু শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মূল বিক্ষোভটি ছিল তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে। তখন তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ছিল।
একজন বিক্ষোভকারী জানান, তারা নেতানিয়াহুর পদত্যাগ চান, কারণ তিনি ব্যর্থ।
বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ‘আমরা জয় পাবোই। নেতানিয়াহু ক্রমেই দুর্বল হচ্ছে। জনগণ তাকে চায় না। নেতানিয়াহু ভয় পান বলে কোনো নির্বাচন ডাকছেন না।’